অত্র প্রতিষ্ঠানের জমির পরিমান ৭২ শতাংশ। ইহার দুটি ভবন রয়েছে। এর একটি এক কক্ষ বিশিষ্ট অন্যটিতে তিনটি শ্রেণি কক্ষ ও একটি অফিস ক্ষ রয়েছে। বিদ্যালয়টি পাঁকা ও সেমি পাঁকা। ইহার সন্মুখে খেলার মাঠ রয়েছে। শিক্ষক সংখ্যা ৭ জন। ছাত্র শিক্ষক অনুপাত ৮৬:১।
অত্র এলাকার কতিপয় শিক্ষানুরাগী ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৩৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। ১ম অবস্থায় বিদ্যালয়টি ৭২ শতাংশ জমির উপর কাঁচাঘর হিসাবে স্থাপিত হয়। জমিদাতা ছিলেন স্বর্গীয় ডাঃ রাজেন্দ্র কুমার রায়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য মরহুম শের আলী মুন্সী, মরহুম রফেক উল্লাহ মন্ডল, মরহুম সৈয়দ আলী সরকার, মীর আঃ রহমান প্রমুখ ব্যক্তিবর্গ সার্বিকভাবে সহযোগিতা করেন। পরবর্তীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৩ সালে প্রাথমিক শিক্ষাকে জাতীয় করণ ঘোষনার মাধ্যমে অত্র বিদ্যালয় সরকারি করণ করা হয়। অদ্যবধি বিদ্যালয়টি সফলভাবে পরিচালিত হয়ে আসছে।
ক্র:নং | নাম | পদবী | ঠিকানা |
০১ | মোঃ মোজাফ্ফর হোসেন | সভাপতি | আউলটিয়া, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০২ | বেগম জাহানারা | সহ-সভাপতি | গোলাবাড়ী,ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৩ | বাবু অমলেশ রায় | সদস্য | আউলটিয়া,ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৪ | ইব্রাহিম খলিল | ,, | গোলাবাড়ী,ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৫ | নাছিমা আক্তার | ,, | আউলটিয়া,ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৬ | রেহানা পারভীন | ,, | ধরাট,ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৭ | নুসরাত জাহান | ,, | গোলাবাড়ী,ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৮ | আশরাফুল ইসলাম | ,, | আউলটিয়া,ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৯ | খোদেজা আক্তার | ,, | ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
১০ | সাইফুল ইসলাম | ,, | রেজিষ্ট্রিপাড়া, টাঙ্গাইল সদর। |
১১ | মোঃ আব্দুল হাই মিঞা | ,, | আউলটিয়া,ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
পাশের সাল | পাশের হার |
২০০৯ | ৯৬.৪৯% |
২০১০ | ১০০% |
২০১১ | ১০০% |
২০১২ | ১০০% |
২০১৩ | ১০০% |
মোট বৃত্তির সংখ্যা=২৩৩ জন
১। পাশের হার শতভাগ
২। ভর্তির হার শতভাগ
৩। ঝরে পড়ার হার অতি সামান্য
৪। বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্তিতি বৃদ্ধি
৫। টেলেন্টপুলে বৃত্তি
১। শতভাগ ভর্তি নিশ্চিত করা।
২। উপস্থিত ১০০% নিশ্চিত করা।
৩। শতভাগ পাশ নিশ্চিত করা।
৪। মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের পাশাপাশি শিক্ষার্থীদের সহপাঠ্যক্রমিক কার্যক্রম পারদর্শী করে তোলা।
গোসাই জোয়াইর, ঘারিন্দা, টাঙ্গাইল সদর।
০১৭৩১২৬৩৬৩৬
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস