মাদ্রাসাটি টাঙ্গাইল জেলায় ৩নং ঘারিন্দা ইউনিয়নের হাতিলা গ্রামে রেল লাইনের দক্ষিণ পাশে অবস্থিত। মাদ্রাসাটি ৫ কক্ষ বিশিষ্ট একটি পাকা ভবন সহ (৪৫"-১৫") ও (৬০"-১৫") ১টি বারান্দাসহ টিনের ঘর এবং নামাজের জন্য (৪০"-২০") ১টি টিনের মসজিদ আছে। প্রাকৃতিক মনোরম পরিবেশে মাদ্রাসাটি অবস্থিত।
টাঙ্গাইল জেলার সদর উপজেলাধীন হাতিলা গ্রামে প্রথমে ঈদগাহ ময়দানে ১৯৬৮ সনে মাদ্রাসাটি ফোরকানিয়া মাদ্রাসারুপে আত্বপ্রকাশ করে। পরবর্তীতে অত্র গ্রামের বিশিষ্ট দানবীর আলহাজ মোঃ নছিম উদ্দিন সাহেব ৪২ শতাংশ জমি অত্র মাদ্রাসার নামে লিখিয়া দিলে ১৯৮০৮১ সনে উক্ত জমিতে এবতেদায়ী মাদ্রাসায় উন্নীত করা হয়। পরবর্তীতে ১৯৮৫সনে মাদ্রাসাটি হাতিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা নামে মাদ্রাসাটি অনুমতি প্রদান করা হয় এবং ১৯৯১ সনে ১৯৮৫ইং হতে দাখিল পর্যায়ে স্বীকৃতি প্রাপ্ত হয়।
ছাত্র ২০% ও ছাত্রী ৩০% হিসাবে ৬ষ্ঠ-১৯জন, ৭ম-১৬ জন, ৮ম-১৩ জন, ৯ম-০৮ জন, ১০ম-১১ জন=৬৭ জন বৃত্তি পাচ্ছে।
অত্র মাদ্রাসাটিতে এলাকার সুদক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত হইয়া আসিতেছে বিধায় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের গৌরব অর্জন করিয়াছে।
মাদ্রাসাটিকে আরো অধিকতর উন্নতি করার এবং কম্পিউটার শিক্ষা ব্যবস্থা চালু করে ছাত্র/ছাত্রীদের যুগোউপযোগী শিক্ষা দিয়ে গড়ে তোলার পরিকল্পনা রহিয়াছে।
হাতিলা, ঘারিন্দা, টাঙ্গাইল সদর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস