টাঙ্গাইল জেলায় সদর উপজেলার গোসাই জোয়াইর গ্রামে ৫ একর জায়গার মধ্যে বিদ্যালয়টি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ে ৩ টি আধাপাঁকা ঘর এবং একটি সুবিশাল মাঠ রয়েছে।
প্রতিষ্ঠালংগ্ন থেকে ১ বছর বিদ্যালয়টি A.C. Roy জুনিয়র বিদ্যালয় নামে পরিচালিত হয় এবং পরে তা এলাকাবাসীর সম্মতিতে আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় নামে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে অধ্যবধি চলিতেছে।
মোট ছাত্রছাত্রী-৪৮২জন, (ছাত্র- ২৪৭ জন, ছাত্রী- ২৩৫ জন)।
সাধারন উপবৃত্তি ভোগী সংখ্যা- ১০৯ জন, (ছাত্র- ৩৫জন, ছাত্রী- ৭৪ জন)।
# পাশের হার শতভাগ।
# ভর্তির হার শতভাগ।
# ঝড়ে পড়ার হার ২%।
আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়কে টাঙ্গাইল জেলায় একটি আদর্শ মডেল বিদ্যালয়ে রূপান্তরিত করা।
উপজেলা সদর থেকে সি.এন.জি অথবা রিক্সা যোগে বিদ্যালয়ে যাওয়ার সুব্যবস্থা রয়েছে।
১। মোঃ বেলাল হোসেন, GPA-5 প্রাপ্ত
২। মোঃ হাবীবুর রহমান, GPA-5 প্রাপ্ত
৩। দীপ্ত সরকার, GPA-5 প্রাপ্ত
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস