টাঙ্গাইল সদর উপজেলাধীন ঘারিন্দা ইউনিয়নের বড়রিয়া গ্রামে দেড় একর জায়গার মধ্যে বিদ্যালয়টি ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ে ২ টি পাঁকা ও ২ টি আধাপাঁকা ঘর এবং একটি সুবিশাল মাঠ রয়েছে।
১৯২৬ সালের ১০ জানুয়ারী তৎকালীন বৃট্রিশ শাসনামূলে বৃহওর ময়মনসিংহ জেলার টাঙ্গাইল মহফুমার অন্তরগত ঘারিন্দা ইউনিয়নের বড়রিয়া গ্রামের এক বিখ্যাত সম্ভ্রান্ত হিন্দু পরিবারের সন্তান স্বর্গীয় বাবু চুনী লাল রায় চৌধুরী প্রতিষ্ঠা করেন।বি এস বিশ্বেশ্বরী নামক অত্র প্রাচীন বিদ্যালয়টি।বিদ্যালয়টি পল্লীর প্রকৃতির মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ১৯৬৮ সাল পর্যন্ত জুনিয়র বিদ্যালয় হিসেবে এবং ১৯৬৯ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে।চারিদিকে বিশাল আকৃতির দেয়াল বেস্টিত বিদ্যালয়টি একটি সুউচ্চ প্রধান ফটক এবং একটি ছোট ফটক আছে।২.৬৬ একর জমির উপর প্রতিষ্ঠিত বিদ্যালয়টির খেলার মাঠ সুবিশাল যেখানে ছাত্র-ছাত্রীরা নিয়মিত খেলাধুলা করে থাকে।সুপ্রাচীন এই বিদ্যালয়টিতে বার্ষিক পরিকল্পনার অংশ হিসেবে নিয়মিত ভাবে পালন করা হয়ে থাকে।বিদ্যালয়টিতে ২টি পাকা দালান ৩টি আধা পাকা শ্রেণী কক্ষ রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস