বিদ্যালয়টিতে জমির পরিমান ৫২ শতাংশ। ভবন সংখ্যা ২টি। ১নং ভবনটি সেমিপাকা ২নং ভবনটি টিনের ঘর মেঝে পাকা। তিনটি শ্রেণি কক্ষ, একটি অফিস কক্ষ। সামনে বড় মাঠ। শিক্ষক সংখ্যা ৫ জন। ছাত্র ছাত্রীর সংখ্যা ২০০ জন।
বিদ্যালয়টি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। জমিদাতের নাম: মরহুম আলহাজ্ব সৈয়দ আফছার উদ্দিন, পিতা: মরহুম আলহাজ্ব সৈয়দ নইম উদ্দিন। মরহুম সৈয়দ আব্দুস ছালাম, পিতা: মরহুম সৈয়দ মনির উদ্দিন। আব্দুল আজিজ বেগ, পিতা: মরহুম আজিম বেগ। গ্রামের বিদ্যানুরাগী লোকদের সহযোগীতায় বিদ্যালয়টি ভালভাবে পরিচালিত হইয়া আসিতেছে।
ক্র:নং | নাম | পদবী | ঠিকানা |
০১ | মীর মনিরুজ্জামান | সভাপতি | উত্তর তারটিয়া, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০২ | মোঃ আবুল হোসেন খান | সহ-সভাপতি | উত্তর তারটিয়া, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৩ | সৈয়দ কবিরুজ্জামান | ইউপি সদস্য | উত্তর তারটিয়া, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৪ | শিল্পী খানম | বি. মহিলা | উত্তর তারটিয়া, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৫ | শাহনাজ বেগম | সদস্য | উত্তর তারটিয়া, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৬ | বিলকিছ বেগম | ,, | উত্তর তারটিয়া, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৭ | মোঃ মোতালেব হোসেন | ,, | সাবালিয়া, টাঙ্গাইল সদর। |
০৮ | সৈয়দা রিনা শাহীন | ইউপি সদস্য | সুরুজ, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৯ | আসাদুল্লাহ খান | অভি:সদস্য | উত্তর তারটিয়া, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
১০ | ফরিদা খাতুন | শি:প্রতিনিধি | বেড়াডোমা, টাঙ্গাইল সদর। |
১১ | হাছিনা মমতাজ | সচিব | সাবালিয়া, টাঙ্গাইল সদর। |
১২ | সৈয়দ সেলিম | দাতা | উত্তর তারটিয়া, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
পাশের সন | মোট শিক্ষার্থী | পরীক্ষার্থীর সংখ্যা | উত্তীর্ণ | |
২০০৯ | ২৭ | ২৭ | ২৭ | |
২০১০ | ৩২ | ৩২ | ৩২ | |
২০১১ | ৩৪ | ৩৪ | ৩৪ | |
২০১২ | ৩৯ | ৩৮ | ৩৮ | |
২০১৩ | ২৮ | ২৮ | ২৮ |
মোট বৃত্তির সংখ্যা= ৮০ জন
প্রত্যেক বছর বিদ্যালয়টি থেকে ছাত্র-ছাত্রীরা ট্যালেন্টপুল ও সাধারন গ্রেডে বৃত্তি পেয়ে থাকে।
১। শিক্ষার্থীর পাশের হার শতভাগ নিশ্চিত করা।
২। ঝড়ে পড়ার হার শূন্যতে নামিয়ে আনা।
৩। উপস্থিত ১০০% নিশ্চিত করা।
উত্তর তারটিয়া, ঘারিন্দা, টাঙ্গাইল সদর।
০১৭৮৭৩১৯২১২
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস