বিদ্যালয়টি টাঙ্গাইল জেলার সদর উপজেলার অন্তর্গত ঘারিন্দা ইউনিয়নের সারটিয়া মৌজায় অবস্থিত। জমির পরিমান .৩৩ শতাংশ। বিদ্যালয়টি এক তলা বিশিষ্ট ভবনে ৪টি কক্ষ আছে। ৪ জন শিক্ষক শিক্ষিকা এই বিদ্যালয়টিতে বর্তমানে ২০৩ জন শিক্ষার্থী আছে।
আলহাজ এ. ছাত্তার মিয়া ও সারটিয়া রাহমাতুল্লিল আলামিন ফোরকানীয়া মাদ্রাসা কমিটির পৃষ্ঠ পোষকতায় মোঃ আব্দুল জব্বার মিয়ার নিকট থেকে বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য .৩৩ শতাংশ ভূমি ক্রয় করে বিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেন।
ক্র:নং | নাম | পদবী | ঠিকানা |
০১ | আলহাজ এ ছাত্তার মিয়া | সভাপতি | সারটিয়া, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০২ | মোঃ বছির উদ্দিন | সহ-সভাপতি | সারটিয়া, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৩ | মোঃ আলা উদ্দিন | সদস্য | চরজানা, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৪ | মোঃ আঃ ছালাম | ইউপি সদস্য | দরুন, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৫ | মোঃ লুৎফর রহমান | সদস্য | সারটিয়া, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৬ | মোঃ লাল মাহমুদ | ,, | সারটিয়া, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৭ | রোকেয়া বেগম | ,, | সারটিয়া, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৮ | আতিয়া আক্তার | ,, | সারটিয়া, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৯ | মর্জিনা আক্তার | ,, | সারটিয়া, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
১০ | দুলালী রানী সরকার | শি:প্রতিনিধি | ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
১১ | ফরিদা পারভীন | সদস্য সচিব | দেওলা, টাঙ্গাইল সদর। |
পাসের সাল | পাসের হার |
২০০৯ | ১০০% |
২০১০ | ১০০% |
২০১১ | ১০০% |
২০১২ | ১০০% |
২০১৩ | ১০০% |
মোট বৃত্তির সংখ্যা = ৯২ জন
রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়টি এলাকায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অত্র বিদ্যালয়ের বহু শিক্ষার্থী বর্তমানে দেশ ও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিগত পাঁচ বৎসর যাবৎ অত্র বিদ্যালয়ের সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০%।
১। শতভাগ ভর্তি নিশ্চিত করা।
২। উপস্থিত ১০০% নিশ্চিত করা।
৩। শতভাগ পাশ নিশ্চিত করা।
৪। মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের পাশাপাশি শিক্ষার্থীদের সহপাঠ্যক্রমিক কার্যক্রম পারদর্শী করে তোলা।
সারটিয়া, ঘারিন্দা, টাঙ্গাইল সদর।
০১৭৩৪-০৭৭১৪৪
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস