ভবন ২টি, এর মধ্যে একটি তিন কক্ষ বিশিষ্ট ও দোতলার ২টি কক্ষের নির্মাণ কাজ চলছে। অপরটি এক কক্ষ বিশিষ্ট ও জরাজীর্ণ। জমির পরিমান ৬৪ শতাংশ।
আলোকিত মানুষ গড়ার অন্ত: প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে জনাব সিরাজ সরকার ১৯২৭ সালে হাতিলা মধ্যপাড়ায় একিন্দারীর জমাদারের বাড়িতে প্রথম শিক্ষাদান কার্যক্রম শুরু হয়। ১৯৩২ সালে উক্ত বিদ্যালয় স্থানান্তর হয় হাতিলা দক্ষিণ পাড়ার পীরে কামেল জনাব ছলিম ফকিরের বাড়িতে। ১৯৩৭ সালে জনাব মোহাম্মদ মাস্টার সাহেবের উদ্যোগে নেরু সিকদারের ভূমি দানের মাধ্যমে বিদ্যালয়টি স্থায়ী রূপ পায়।
ক্র:নং | নাম | পদবী | ঠিকানা |
০১ | মোঃ এনামুল হক | সভাপতি | হাতিলা, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০২ | মোঃ মেনহাজ উদ্দিন | সহ-সভাপতি | হাতিলা, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৩ | মোঃ বুলবুল ইসলাম | সদস্য | হাতিলা, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৪ | মোছাঃ পারভীন খানম | ,, | ভাতকুড়া, টাঙ্গাইল সদর। |
০৫ | মোঃ আজম খান | ,, | ভাতকুড়া, টাঙ্গাইল সদর। |
০৬ | মোঃ হাফিজুর রহমান | ,, | হাতিলা, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৭ | মর্জিনা বেগম | ,, | হাতিলা, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৮ | রোজি বেগম | ,, | ভাতকুড়া, টাঙ্গাইল সদর। |
০৯ | মোঃ ছবুর উদ্দিন | ,, | হাতিলা, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
১০ | মিসেস মালেকা খাতুন | ,, | আকুর টাকুর পাড়া, টাঙ্গাইল সদর। |
১১ | শিরিন আখতার | ,, | বিশ্বাস বেতকা, টাঙ্গাইল সদর। |
পাশের সাল | পাশের হার |
২০০৯ | ১০০% |
২০১০ | ১০০% |
২০১১ | ১০০% |
২০১২ | ১০০% |
২০১৩ | ১০০% |
পাশের হার শতভাগ উন্নীত, ঝরে পড়ার হার হ্রাস, শতভাগ ভর্তি, ছাত্রছাত্রী বৃদ্ধি উপস্থিতির হার বৃদ্ধি, প্রতিবছর বৃত্তি প্রাপ্তি, ছাত্রছাত্রীদের পোশাক শতভাগ।
১। শতভাগ ভর্তি নিশ্চিত করা।
২। উপস্থিত ১০০% নিশ্চিত করা।
৩। শতভাগ পাশ নিশ্চিত করা।
৪। মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের পাশাপাশি শিক্ষার্থীদের সহপাঠ্য ক্রমিক কার্যক্রমে পারদর্শী করে তোলা।
হাতিলা, ঘারিন্দা, টাঙ্গাইল সদর।
০১৭১৮৫৭০৬০৯
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস