বিদ্যালয়টি একটি অফিস কক্ষ ও তিনটি শ্রেণিকক্ষ বিশিষ্ট একটি পাঁকা ভবন নিয়ে গঠিত। জমির পরিমান .৯২ শতাংশ।
বীরনাহালী গ্রামের পূর্বপাশে নদীর পাড়ে গ্রামবাসীর উদ্যোগে ভোমর বহারদারের .২৬ শতাংশের উপর বিদ্যালয়টি ১৯১২ খ্রি: প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে আজিজুল হক তালুকদার উক্ত প্রতিষ্ঠানে সরকারি নিয়ম পালন করার জন্য .২৪ শতাংশ জমি দান করেন। নদী ভাঙ্গনের ফলে বিদ্যালয়টি স্থানান্তরের প্রয়োজনীয়তা দেখা দেয়। আইনগত বিরোধ নিষ্পত্তি হওয়ার পর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ২০০৮ খ্রি: বিদ্যালয়টি ক্রয়কৃত .৪২ শতাংশ জমির উপর গ্রামের মাঝখানে স্থানান্তরিত হয়।
মোট সদস্য সংখ্যা ১১ জন। কমিটি গঠনের তারিখ-২৭/০৫/২০১৩খ্রি:
বিদ্যালয় স্থানান্তর, শিক্ষার গুনগতমান বৃদ্ধি, পাশের হার বৃদ্ধি ও ঝরে পড়ার হার হ্রাস।
শতভাগ পাশের হার ধরে রাখা, শতভাগ ভর্তি নিশ্চিতকরণ ও ঝরে পড়া সম্পূর্ণ রোধ
বীরনাহালী, ঘারিন্দা, টাঙ্গাইল সদর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস