অত্র প্রতিষ্ঠানটির জমির পরিমান .৫০ শতাংশ। ইহার দুটি ভবন রয়েছে। এর একটিতে তিনটি শ্রেণি কক্ষ রয়েছে এবং অন্যটিতে দুইটি শ্রেণিকক্ষ ও একটি অফিস কক্ষ রয়েছে। বিদ্যালয়টি পাঁকা দালান। ইহার সন্মুখে খেলার মাঠ রয়েছে। শিক্ষক সংখ্যা ৩ জন। ছাত্র শিক্ষক অনুপাত ৩২৮:৩।
অত্র এলাকার কতিপয় বিদ্যানুরাগী ব্যাক্তিদের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। অদ্যাবধি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সহযোগীতায় বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে।
ক্র:নং | নাম | পদবী | ঠিকানা |
০১ | এস এম সোহেল কাশেম | সভাপতি | সুরুজ, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০২ | মোঃ লুৎফর রহমান | সহ-সভাপতি | সুরুজ, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৩ | দীপংকর বসাক | সদস্য | সুরুজ, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৪ | মোঃ কলিম উদ্দিন | ইউপি সদস্য | সুরুজ, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৫ | মোঃ আঃ কদ্দুছ | সদস্য | সুরুজ, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৬ | মোঃ আনোয়ার হোসেন | ,, | গোসাই জোয়াইর, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৭ | রাশেদা বেগম | ,, | সুরুজ, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৮ | রোজিনা বেগম | ,, | সুরুজ, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৯ | রোকসানা বেগম | ,, | নিয়োগী জোয়াইর, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
১০ | পাপিয়া সুলতানা | শি:প্রতিনিধি | ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
১১ | মোঃ আফজাল হোসেন | সচিব | সুরুজ, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
পাশের সন | মোট শিক্ষার্থী | পরীক্ষার্থীর সংখ্যা | উত্তীর্ণ | |
২০০৯ | ২৯ | ২৯ | ২৯ | |
২০১০ | ৪৪ | ৪৪ | ৪৪ | |
২০১১ | ৪১ | ৩৯ | ৩৯ | |
২০১২ | ৬২ | ৬১ | ৬১ | |
২০১৩ | ৫০ | ৫০ | ৫০ |
মোট বৃত্তির সংখ্যা= ১৪৬ জন
১। পাশের হার শতভাগ
২। ভর্তির হার শতভাগ
৩। ঝড়ে পড়ার হার ৪%
৪। বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতি বৃদ্ধি
৫। প্রায় প্রতি বছরই সাধারন গ্রেডে বৃত্তি
৬। বিগত ৫ বছরে সমাপনীর হার ১০০%
১। শিক্ষার্থীর পাশের হার শতভাগ ধরে রাখা।
২। ঝড়ে পড়ার হার শূন্যতে নামিয়ে আনা।
৩। ভর্তি হার শতভাগ নিশ্চিত করে তা ধরে রাখা।
৪। উপস্থিত ১০০% নিশ্চিত করা।
সুরুজ, ঘারিন্দা, টাঙ্গাইল সদর।
০১৭১৫-৪৪৪৬৮১
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস