বিদ্যালয়টি টাঙ্গাইল সদর উপজেলার অন্তর্গত ঘারিন্দা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ধরাট মৌজায় অবস্থিত। জমির পরিমান ১২৯ শতাংশ। বিদ্যালয়টিতে ১ তলা বিশিষ্ট ২ টি পৃথক ভবনে মোট ৫টি শ্রেণিকক্ষ আছে। ০৯ জন শিক্ষক বিশিষ্ট এই বিদ্যালয়টিতে বর্তমানে ৪৬৭ জন শিক্ষার্থী আছে।
হাজী ফখরুদ্দীন ও তার সহযোগী ভিকুরউদ্দিন, কিয়ামত সরকার, সৈয়দ আলী মাতাব্বর, হাজী শুকুর মাহমুদ, আজমত মন্ডল গং মহোদয়ের পৃষ্ঠ পোষকতায় তুষ্ট গোপীনী, প্রফুল্লকুমার বাকালী, সুকুমার বাকালী, ফনিন্দ্র মোহন বাকালী, শ্রী মন্দিন্র কুমার বাকালী, সন্তোষ কুমার বাকালী গং মহোদয়ের নিকট থেকে বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ১২৯ শতাংশ ভূমি ক্রয় করে বিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেন।
ক্র:নং | নাম | পদবী | শিক্ষাগত যোগ্যতা | ঠিকানা |
০১ | মোঃ আমিনুল ইসলাম | সভাপতি | বি,এ | আউলটিয়া, ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০২ | আঃ সামাদ | সহ-সভাপতি | বি,কম | গোলাবাড়ী,ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৩ | নজরুল ইসলাম | সদস্য | ৫ম | আউলটিয়া,ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৪ | মোছাঃ নাজমা আক্তার | ,, | বি,এস,এস | গোলাবাড়ী,ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৫ | মিনা আক্তার | ,, | ১০ম | আউলটিয়া,ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৬ | মোছাঃ কুলছুম বেগম | ,, | ১০ম | ধরাট,ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৭ | রফিকুল ইসলাম লায়েক | ,, | এস এস সি | গোলাবাড়ী,ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৮ | মোছাঃ হাছনা | ,, | ১০ম | আউলটিয়া,ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
০৯ | নুরুল ইসলাম | শি:প্রতিনিধি | এইচ এস সি | ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
১০ | বানী রানী সরকার | সদস্য সচিব | বি,এ | রেজিষ্ট্রিপাড়া, টাঙ্গাইল সদর। |
১১ | আনোয়ার হোসেন বাকী | ইউপি সদস্য | ১০ম | আউলটিয়া,ঘারিন্দা, টাঙ্গাইল সদর। |
সাল | মোট শিক্ষার্থী | ডিআরভূক্ত | অংশগ্রহণ কারী | উত্তীর্ণ | প্রাপ্ত গ্রেড/বিভাগ | পাশের হার | |||||
১ম বিভাগ | ২য় বিভাগ | ৩য় বিভাগ | ১০০% | ||||||||
২০০৯ | ৪১ | ৪১ | ৪১ | ৪১ | ২৭ | ১৩ | ০১ | ১০০% | |||
২০১০ | ৪৭ | ৪৭ | ৪৫ | ৪৫ | ৪০ | ০৫ | - | ১০০% | |||
২০১১ | ৫৮ | ৫৮ | ৫৮ | ৫৮ | ০৮ A+ | ৩৪ A | ০৮ A- | ০৭ B | ০১ C | - | ১০০% |
২০১২ | ৫৮ | ৫৮ | ৫৮ | ৫৮ | ০৪ | ৩৭ | ০৭ | ০৬ | ০৪ | - | ১০০% |
২০১৩ | ৬৪ | ৬৪ | ৬৩ | ৬৩ | ০৬ | ১৪ | ১৬ | ২০ | ০৭ | - | ১০০% |
মোট বৃত্তির সংখ্যা=২১০ জন
প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়টি এলাকায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অত্র বিদ্যালয়ের বহু শিক্ষার্থী বর্তমানে দেশ ও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই বিদ্যালয় থেকে প্রায় প্রতিবছর সমাপনী পরীক্ষায় একাধিক শিক্ষার্থী বৃত্তি পেয়ে থাকে। বিগত পাঁচ বৎসর যাবৎ অত্র বিদ্যালয়ের সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০%।
১। শতভাগ ভর্তি নিশ্চিত করা।
২। উপস্থিত ১০০% নিশ্চিত করা।
৩। শতভাগ পাশ নিশ্চিত করা।
৪। মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের পাশাপাশি শিক্ষার্থীদের সহপাঠ্য ক্রমিক কার্যক্রমে পারদর্শী করে তোলা।
আউলটিয়া, ঘারিন্দা, টাঙ্গাইল সদর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস