১৯নং ঘারিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯১৪ সালে ৪২ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত। অত্র বিদ্যালয়টি তৎকালীণ জমিদার পত্নি শ্রীমতি সতীরানী দেবী ও তাঁর ছেলে সমরেশ মজুমদার এর দানে প্রাপ্ত। বিদ্যালয়ের ১০০ বৎসর পূর্তি ২০১৪ইং সালের ডিসেম্বরে। বিদ্যালয়ের বর্তমান অবস্থা ২টি ভবন পরিত্যক্ত। পিডিপি-২ - ১টি ভবনে সমস্ত ক্লাস কষ্টে চলছে। বিদ্যালয়ে ৭ জন শিক্ষক, ৩১৪ জন শিক্ষার্থী। বিদ্যালয়ের লেখাপড়ার মান ভাল। প্রায় প্রতি বৎসরই সরকারী বৃত্তি শিক্ষার্থীরা পায়।
বীরেশ গোবিন্দ মজুমদার ১৯১৪ সালে তার দখলকৃত ভূমির উপর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেন তিনি তৎকালীন সময়ে জোতদার ও দানবীর হিসেবে অত্র এলাকায় প্রখ্যাত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস