গ্রাম: সুরুজ, ডাকঘর: গোসাই জোয়াইর, উপজেলা: টাঙ্গাইল সদর, জেলা: টাঙ্গাইল।
১। উপস্বাস্থ্য কেন্দ্রে আগত সকল নারী পুরুষ যুবক যুবতী কিশোর কিশোরী মা ও শিশু জাতি ধর্ম বর্ন ও গোষ্ঠী নির্বাচরে বিনামুল্যে সাস্থ্য সেবা পাবেন।
২। বহি বিভাগ সেবা- এই বিভাগের আওতায় সকল রোগীকে সকাল ১০ ঘটিকা হইতে বিকাল ৩ ঘটিকা পর্য়ন্ত সেবা প্রদান করা হয়।
৩। ও আর টি কর্নার- এই বিভাগের মাধ্যমে অগত সকল ডায়রিয়া রোগীদের সেবা প্রদান করা হয়।
৪। যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রন- এই বিভাগের মাধ্যমে আগত যক্ষা ও কুষ্ঠ রোগীদের সেবা প্রদান করা হয়।
৫। আই এম সি আই সেবা- এই বিভাগের মাধ্যমে ৫ বছরের কম বয়সী রোগীদের সার্বিন জরুরী সেবা প্রদান করা হয়।
৬। প্যাথোলজী ও এক্স রে – এই বিভাগের মাধ্যমে বিনা মুল্যে রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা নিরিক্ষার মাধ্যমে রোগ নির্নয় করা হয়। এজন্য রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়।
৭। স্বাস্থ্য শিক্ষা- বহি ও অন্ত বিভাগে আগত রোগীদির প্রয়োজনীয় স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়।
উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত নারী-পুরম্নষ, বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
* ডায়রিয়া রোগীদের জন্য ওআরএস সরবরাহ করা হয়।
* হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবং
আয়রন ট্যাবলেট সরবরাহ করা হয়।
* জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় যক্ষ্মা রোগীদের কফ পরীÿার জন্য কফ কালেকশন
করা হয় এবং যক্ষ্মা কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ কর হয়।
* শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমের আওতায় পতিষেধক টিকা দেয়া হয়
* উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিÿা দেয়া হয়
*উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর-কিশোরী ও সÿম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কার্যক্রম পরিচালনা করা হয়।
* প্রয়োজনে রোগীকে উপজেলা হাসপাতালে রেফার করা হয়
* আগত রোগী ও তাঁদের আত্মীয়-স্বজনগণ স্বাস্থ্য সেবা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশের জন্য
সংশ্লিট চিকিৎসকগণের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন।
* উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নোটিশ বোর্ড সবার দৃষ্টিগোচর হয় এমন জায়গায় স্থাপিত আছে।
নোটিশ বোর্ডে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ আছে
* সরবরাহ সাপেক্ষে ঔষধ সমূহ সেবাকেন্দ্র হতে বিনা মূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসার প্রয়োজনে
কোন কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহীতাকে ক্রয় করতে হতে পারে।
* বোর্ডে মজুদ ঔষধের তালিকা, প্রাদনকৃত সেবাসমূহের তালিকা, সেবা প্রদানকারী চিকিৎসকের তালিকা
টানানো আছে।
* সেবা গ্রহীতার কর্তৃব্য-
সেবা প্রদানকারীগণ সেবা গ্রহীতার নিকট হতে সৌজন্য মূলক আচরণ প্রাপ্তির অধিকার রাখে
অত্র অফিসের নিজস্ব কোন প্রকল্প নেই। তবে বিভিন্ন সংস্থার প্রকল্প গুলো এই অফিসের মাধ্যমে বাস্তবায়িত হয়ে থাকে। প্রকল্প সমূহ যথাক্রমে :-
১। ব্র্যাক পরিচালিত যক্ষা প্রতিরোধ কর্মসূচী।
২। এনভেঞ্জার হেলথ ও মায়ের হাসি মাঠ সেবা কার্যক্রম।
৩। মাসিক টিকাদান এবং ইপিআই কর্মসূচী।
অত্র অফিসের নিজস্ব কোন প্রকল্প নেই। তবে বিভিন্ন সংস্থার প্রকল্প গুলো এই অফিসের মাধ্যমে বাস্তবায়িত হয়ে থাকে। প্রকল্প সমূহ যথাক্রমে :-
১। ব্র্যাক পরিচালিত যক্ষা প্রতিরোধ কর্মসূচী।
২। এনভেঞ্জার হেলথ ও মায়ের হাসি মাঠ সেবা কার্যক্রম।
৩। মাসিক টিকাদান এবং ইপিআই কর্মসূচী।
গ্রাম: সুরুজ, ডাকঘর: গোসাই জোয়াইর, টাঙ্গাইল সদর। আমাদের ওয়েবসাইট ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ। তথ্য ও প্রযুক্তিগত সেবার জন্য আমাদের সঙ্গে থাকুন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস